বাংলাদেশের সকল কবুতর ও পাখির লফটে কমন কিছু রোগ আছে যেমন হাল্কা ঠাণ্ডা, জর জর ভাব, নাক,চোখ দিয়ে পানি পরা,গর গর শব্দ করা,নাক মুখ দিয়ে কফ বের হওয়া,বুকে কফ জমে থাকা,হা করে নিশ্বাস নেয়া,বেশি বেশি পানি খাওয়া,চুনা আঠালো পায়খানা করা
সবুজ পায়খানা করা,ফ্লায়িং এর কবুতর কম উড়া,একটু উড়েই হাফিয়ে যাওয়া,, চুপ করে বসে থাকা,ঝিমানো, শরিরে চর্বি জমে যাওয়া, বার বার ডিম বাচ্চা দেয়ার পর রেস্টে চলে যাওয়া, এই সকল সমস্যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে কার্যকর ভুমিকা রাখতে পারে এই কালাপানি।
কালাপানি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কবুতরকে ও পাখি কে সুস্থ সবল ফুরফুরে ও চাংগা রাখে।ক
🥰👉এই পানিয় টা, এটা একসাথে অনেকগুলো সমস্যার সমাধান করে, কবুতরের ও পাখির মেটাবলিক রেট বাড়ায়, কক ফার্টিলিটি ও হেন ফার্টিলিটি বাড়ায়, বেবিদের গ্রোথ হয় দ্রুত, শরীর গরম রাখে এবং ইমিউন সিস্টেম কে ও স্টিমুলেট করে, ব্রিডিং ইউনিটে এর নিয়মিত ব্যবহার সুস্থ, নিরোগ বেবি পেতে বিশেষ ভূমিকা রাখবে ইনশা আল্লাহ।
👌👉কালাপানি নিয়মিত সেবন করলে ক্রিমির কোর্স করাতে হয়না। এটা ব্যবহারে কবুতর ও পাখির যেকোনো আবহাওয়ার সাথে নিজেকে সহজে মানিয়ে নিতে পারে।
💛💛সংরক্ষন :বোতলের মুখ খোলার পর ২বছর নরমাল তাপমাত্রায় রেখে দিতে পারবেন।