কবুতরের সালমোনেলা। এটি খুবই ব্যাপক রোগ। সাধারণত এটি গ্রাম-ঋণাত্মক(Gram Negative) ব্যাকটেরিয়ার দ্বারা ঘটিত হয়। এই রোগ বাচ্চা কবুতরের জন্য মরণশীল এবং বড় কবুতরের জন্যও। এটি খুব দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। এই রোগকে বলা হয় সব রোগের জন্মদাতা। তাই এই রোগ হলে তাড়াতাড়ি নির্মূলের ব্যাবস্থা করা উচিৎ।
লক্ষণ বা কীভাবে বুঝবেন:
তীব্র আকারে আক্রান্তের ক্ষেত্রে:-
১)ঝীমায়
২)শাষকষ্ট হয়।
৩)সাদা আঠাল / চুনা পায়খানা করে।
৪) গারো সবুজ পায়খানা করে।
৫) অনেক সময় পায়খানা পিছনের পালকে লেগে থাকে।
৬)পা খোরায় ,পাখা ঝুলে পরে।
৭) বমি করে।
8) খাবার খায়ণা,পাণি বেশী খায়।
সালমোনেলা রোগ প্রতিরোধে
চিকিৎসা ও পরিমান:
২ চামচ শাফি
২ চামচ ফেবনিল
২ চামচ মারবেলাস।
এই মেডিসিন ৩ টা ১ লিটার ফুটানো বিশুদ্ধ পানির সাথে মিশিয়ে কবুতরকে সাধারণ পানির মত পরিবেশন করবেন। অবশিষ্ট দ্রবণ ৪ ঘন্টার পূর্বে ফেলে দিবেন।
তিন বেলা।
এক টানা পাঁচদিন।
উল্লেখ্য: ফোটানো বিশুদ্ধ পানি ব্যবহার না করলে ঔষধ কাজে দিবে না। ঔষধ চলাকালীন সময় কবুতর বমি করতে পারে ও সবুজ টয়লেট করতে পারে। এজন্য অন্য কোন ঔষধ দিবেন না, ঔষধ চালিয়ে যাবেন বন্ধ করা যাবে না।
(এটা ভিতরের জীবাণু কে বের করে দিতে সাহায্য করে )
প্রতি মাসে একটানা ৫ দিন।
এই মেডিসিন ৩ টা পাওয়া যাবে হামদর্দ এর দোকানে।