আজকে পোস্টে আলোচনা করবো গরমে কবুতরের জন্য লেবু পানির উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্ক। প্রিয় কবুতর প্রেমি বন্ধুগণ! এই গরমে লেবু পানি কবুতরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মেডিসিন। প্রথমেই আপনাদের জানিয়ে দেবো লেবু পানির উপকারিতার কথা-
=> উপকারিতাঃ
★ কবুতরের জন্য লেবু পানির প্রধান উপকারিতা হলো- এটি ভাইরাস ও ব্যাক্টেরিয়া প্রতিরোধক। এছাড়াও কবুতরের শরীরের রোগবালাই দূরীকরণ ও কবুতরের শরীরের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই লেবু পানি।
★ গরমে কবুতরের সবচেয়ে বেশি যে সমস্যা হয় তাহলো- কবুতরের পানিশূন্যত। যখন কবুতরের পানিশূন্যতা দেখা দেয় তখন কবুতর পাতলা পায়খানায় আক্রান্ত হয়। এজন্য কবুতরকে এই গরমে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে এবং কবুতরের পানিশূন্যতার কারনে যে পাতলা পায়খানা হয় এটি রোধ করতে সপ্তাহে টানা ২ দিন লেবু পানি দিতে হবে।
★ লেবু পানি কবুতরের শরীর ঠান্ডা রাখে। যার ফলে কবুতর গরমে হিটস্ট্রোক করে মারা যায় না।
★ গরমে কবুতরের শরীরে যে দূর্বলতা দেখা দেয় তা প্রতিরোধ করে লেবু পানি।
★ লেবুতে রয়েছে ভিটামিন সি। যা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
★ গরমকালে কবুতরকে নিয়মিত লেবু পানি দিলে কবুতরের শরীরে থাকা অতিরিক্ত চর্বি কমে যায়। যার ফলে কবুতর উড়তে পারে বেশি এবং কবুতর সাচ্ছন্দবোধ করে।
★ লেবু পানি কবুতরের হজমশক্তি বাড়ায়। যার ফলে কবুতর বেশি খাদ্য খেতে পারে অর্থাৎ কবুতরের মুখে রুচি বাড়ে।
★ কবুতরের শরীরপ ইনফেকশন জনিত কোন চর্মরোগ থাকলে অথবা কবুতরের শরীরে কোনো ক্ষত থাকলে নিয়মিত লেবু পানি খাওয়ালে খুব দ্রুত তা সেরে যায়।
★ কবুতর অনেক সময় হা করে নিশ্বাস নেয়। যার কারন কবুতরের ফুসফুসে সমস্য। কবুতরের ফুসফুসের সমস্যা দূর করে লেবু পানি।
★ কবতরের সবুজ পায়খানা প্রতিরোধ করে লেবু পানি। কবুতর সবুজ পায়খানা করার কারণ হলো- কবুতরের স্যাল্মোনিলা রোগ হওয়া। এই রোগে আমাদের শখের কবুতরগুলো সবচেয়ে বেশি মারা যায়। তাই কবুতরের সবুজ পায়খানা প্রতিরোধে কবুতরকে লেবু পানি নিয়মিত দেওয়া অত্যন্ত প্রয়োজন।
=> এখন চলুন জেনে নেই কবুতরকে লেবু পানি দেওয়ার নিয়মঃ
১ লিটার পানিতে ১ টি মাঝারী সাইজের লেবুর অর্ধেক রস এবং ছোট চামচের ১ চামচ লবন ও ১চামচ চিনি ভালো করে মেশাবেন। এরপর কবুতরের সামনে নরমাল পানির মতো দিয়ে রাখবেন। ৮ ঘন্টার বেশি এই পানি কবুতরের সামনে দিয়ে রাখা যাবে না। সপ্তাহে ২ দিন কবুতরকে লেবু পানি দিতে হবে।
🔴বিঃদ্রঃ শীতকালেও কবুতরকে লেবু পানি দিতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ…