দানবীয় আকৃতির কিং কবুতর। এদের এমন নাম দেওয়ার কারণ তাদের বিশাল গোল দেহ আর ভয়ংকর সাহস।
খুব কম পায়রা আছে যারা এদের সাথে ঝগড়া করার সাহস দেখায়। এমন কি মানুষেরাও তার খাঁচায় তার হাত ঢুকাতে ভয় পান।
আমাদের আজকের এই ভিডিওটিতে জানবো বিভিন্ন জাতের কিং কবুতর চেনার উপায়, দাম এবং ব্রিডিং নিয়ে বিস্তারিত তথ্য।
বিশাল আকৃতির এসব কবুতরকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
কিং কবুতরের ব্রিডটি মূলত ১৮৯০ এর দশকে কবুতরের চারটি পুরনো জাতের মিশ্রণ ঘটিয়ে উৎপাদন করা হয়েছিল।
যে চারটি জাতের সংমিশ্রণে কিং কবুতর উৎপাদিত করা হয়েছিল সেগুলো হচ্ছে- ডাচেস, হোমার, রেন্ট ও ম্যাল্টেজ।
বিভিন্ন বৈশিষ্ট্যকে একত্রিত করার উদ্দেশ্যে এ সমস্ত জাত গুলোকে নির্বাচন করা হয়েছিল।
👉ডাচেসকে অনুগ্রহের জন্য নির্বাচন করা হয়েছিল।
👉আর চালাক ও চতুরতার জন্য হোমারকে যোগ করা হয়েছে।
👉শরীরের গঠনের জন্য নির্বাচন করা হয়েছিল রেন্ট কে।
👉অপরদিকে আকার, সংবেদন এবং শৈলির জন্য ম্যাল্টেজ নির্বাচন করা হয়েছে।
পৃথিবীর অনেক দেশেই এদেরকে দেখা যায়। প্রথমে এটি মাংস উৎপাদনের জন্য উদ্ভাবিত করা হয়েছিল। কিন্তু এখন এটি মানুষের সৌখিনতায় পরিণত হয়েছে।
⭕এবার আসি এদের দৈহিক বর্ণনায়⭕
এরা আকারে অন্যান্য কবুতরের চেয়ে তুলনামূলক বড় হয়ে থাকে। অরিজিনাল কিং কবুতরের ফিগার হবে গোল আর লেজ হবে ছোট।
এরা উড়তেই পারে না। তবে প্রচুর খাবার খায়। এরা বিভিন্ন রংয়ের হয়ে থাকে। যেমন- সাদা, লাল, কালো, হলুদ, এ্যালমন্ড ইত্যাদি।
⭕এবার আসি ব্রিডিং এর ব্যাপারে⭕
এদের ডিমের সাইজ খুব বড় হয়ে থাকে। কিন্তু এদের দিয়ে বাচ্চা উঠানো কঠিন। কেননা, এদের পায়ের চাপায় মুরগির ডিমও চ্যাপটা হয়ে যেতে পারে। তাই এদের বাচ্চা ফস্টার দিয়ে উঠাতে হয়।
⭕সর্বশেষে আসি দামের ব্যাপারে⭕
বড় কবুতর বিধায় এদের দাম ক্রমশ উঠা নামা করে। আকার-আকৃতি এবং কোয়ালিটির উপর ভিত্তি করে এদের মূল্য নির্ধারিত হয়।
আমাদের দেশে সাদা ও কালো রংয়ের চাহিদা সবচেয়ে বেশি এবং লাল ও হলুদ কিং এর দাম সবচেয়ে বেশি।
বাংলাদেশে রানিং কিং কবুতরের সম্ভাব্য মূল্য জেড়া প্রতি ৩,০০০-২০,০০০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
দামটি সম্পূর্ণ নির্ভর করে কবুতরের কোয়ালিটির উপর। রিং এর কিং কবুতরের দাম বেশি হয়। কারন, সেটি বাইরে থেকে আনা।
রিং এর অরিজিনাল কিং কবুতরের বাচ্চার দাম ৫,০০০-৭,০০০ হাজার টাকা পর্যন্ত।
ইয়েলো আর রেড কিং কবুতরের বাচ্চার দাম ৪,০০০-৫,০০০ হাজার টাকা। তবে বড়গুলোর দাম এলাকা, বাজার এবং সময় অনুযায়ী তারতম্য ঘটে।